ঈদ ও পূজাকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপে থেমে থেমে যানবাহন চলাচল করছে। মহাসড়কে টাঙ্গাইলের নাটিয়াপাড়া থেকে মির্জাপুরের গোড়াই পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায় যানবাহনগুলো থেমে থেমে চলছে। এতে করে ঘরমুখো যাত্রীরা ভোগান্তিতে পড়েছে। কোথাও কোথাও ১০/১৫ কিলোমিটার রাস্তা পার হতে এক থেকে দেড় ঘণ্টা সময় লাগছে। পশুবাহী ট্রাক সময়মত গন্তব্যে পৌঁছাতে পারছে না।
হাইওয়ে পুলিশে সার্জেন্ট জামাল উদ্দিন জানান, আজ মঙ্গলবার ভোর রাত থেকে এ মহাসড়কে চলাচলকারী যানবাহনের চাপ বাড়তে থাকে। এরই মাঝে মহাসড়কের জাকুর্মী, কুর্ণী ও ধেরুয়া এলাকায় কয়েকটি যানবাহন মহাসড়কের উপর বিকল হয়ে পড়ে এবং কালিহাতী উপজেলার পুংলি ব্রিজে মেরামতের কাজ চলার কারণে এক পাশ দিয়ে ধীর গতিতে যানবাহন চলাচল করছে। এতে করে যানবাহনের চাপ বেড়ে গিয়ে যানজটের সৃষ্টি হচ্ছে। পুলিশের সহায়তায় থেমে থেমে যানবাহন চলছে।
কুষ্টিয়া থেকে ঢাকার রামপুরাগামী পশুবোঝাই ট্রাকচালক জামাল হাওলাদার বলেন, রাত ৯টার পরে বঙ্গবন্ধু সেতু পার হয়েই যানজটে পড়েন। সকাল সাতটায় তিনি মির্জাপুর পৌঁছেছেন।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার সহকারি উপ-পদিরর্শক (এএসআই) মহসিন আলী বলেন, চন্দ্রা থেকে গাজীপুরের চৌরাস্তা ও নবীনগরের দিকে যানবাহন এগোচ্ছে না। এ কারণে চন্দ্রা থেকে টাঙ্গাইলের দিকে যানজট লেগে আছে। তাছাড়া চালকেরা নিয়ম না মেনে এলোপাথাড়ি যানবাহন চালানোর কারণে যান চলাচলে বিঘ্ন হয় এবং যানজটের সৃষ্টি হয় বলে তিনি উল্লেখ করেন।
বিডি-প্রতিদিন/ ৩০ সেপ্টেম্বর, ২০১৪/ রশিদা