আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুল লতিফ সিদ্দিকীকে 'মুখফোঁড়' মন্তব্য করে দলটির ভারপ্রাপ্ত সভাপতি সাজেদা চৌধুরী তার কথায় কান না দেয়ার জন্য দলের নেতাকর্মীদের পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, মুখফোঁড়রা অনেক কথাই বলেন। এটা তাদের বাক স্বাধীনতা। এটা কখনোই গ্রহণযোগ্য হবে না। আশা করি আপনারাও এটা গ্রহণ করবেন না।
আজ মঙ্গলবার সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির দলীয় কার্যালয়ে প্রচার ও প্রকাশনা উপকমিটির এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
'সজীব ওয়াজেদ জয় কেউ না' লতিফ সিদ্দিকীর এমন মন্তব্যের প্রেক্ষিতে সাজেদা চৌধুরী বলেন, বঙ্গবন্ধু শেখ হাসিনাকে রেখে গেছেন। আমরা তাকে নিয়ে এসেছি। আর সজীব ওয়াজেদ জয় এদেশের কে তা সবাই জানে। তাকে সবাই চেনে।
তিনি আরও বলেন, যার যার ধর্ম তার তার। সামনে ঈদ,পূজা। এই উৎসবে আমাদের কোনো ভেদাভেদ নেই। আমাদের ধর্মীয় উৎসব ঈদ। হিন্দুদের পূজা। তাদের পূজাতে আমরাও যাই।
এদিকে, রবিবার ধানমণ্ডি ৩২ নম্বরের এক সভায় দলের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদকে তিরষ্কারের পর আজ তার প্রশাংসায় পঞ্চমুখ হয়েছেন সাজেদা চৌধুরী। তিনি বলেন, প্রচার ও প্রকাশনা সেলে হাছান মাহমুদ ও অসীম কুমার উকিল খুব ভালো কাজ করছে। তারা আমাকে তাদের প্রোগ্রামে ডেকেছে এ জন্য ধন্যবাদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, উপ- প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, এস এম কামাল, সুজিত্ রায় নন্দি, উপ-কমিটির একেএম আউয়াল শামীম, গোলাম রব্বানী চিন্নু প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ৩০ সেপ্টেম্বর, ২০১৪/ রশিদা