মুক্তিযোদ্ধার সার্টিফিকেটের জন্য এখনো যেসব মুক্তিযোদ্ধা আবেদন করেননি তাদের আগামী ৩০ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আজ সকালে জাতীয় প্রেসক্লাবের হলরুমে এক আলোচনা সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ বিষয়ে সংশ্লিষ্টদের কাছে আবেদনের অনুরোধ জানান।
সংস্কৃতি পরিষদ আয়োজিত সভায় মন্ত্রী বলেন, যেসব মুক্তিযোদ্ধা বিভিন্ন সময়ে রাগে কষ্টে আবেদন করেননি তাদেরকে ৩০ অক্টোবরের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আগামী নভেম্বর মাস থেকে যাচাই-বাছাই শুরু হবে।
তিনি বলেন, ঘরে বসে নয় সব মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে এই বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। একই সঙ্গে তাদের জাতীয় বীর হিসেবে সম্মানিত করা হবে।
বিডি-প্রতিদিন/সেপ্টেম্বর ২০১৪/শরীফ