ঢাকার ১৪টি পথে বসানো হচ্ছে ক্লোজ সার্কিট ক্যামেরা। ঈদ-পূজা সামনে রেখে রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
মঙ্গলবার সচিবালয়ে নিজের কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব কোরবানির ঈদ এবং সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূঁজা উপলক্ষে সরকারি ছুটি শুরু হচ্ছে ৪ অক্টোবর। তার আগের দিন শুক্রবর হওয়ায় কার্যত ২ সেপ্টেম্বর বিকাল থেকেই ফাঁকা হতে শুরু করবে ঢাকা। এই সময়ে নগরবাসীর জানমালের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি বলেন, 'পরীক্ষামূলকভাবে ইতোমধ্যে কয়েকটি স্থানে ক্যামেরা বসানো হয়েছে। দুয়েক দিনের মধ্যে বাকিগুলোও বসানো হবে। কাল আমি সেগুলো দেখতে যাব।'
একইসঙ্গে নিরাপত্তার জন্য ভবনমালিকদেরও ক্লোজড সার্কিট ক্যামেরা বসানোর আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, 'ছুটিতে ঢাকা প্রায় খালি হয়ে যায়। আমি ভবন মালিকদের বলব যাতে তারাও সিসি ক্যামেরা বসান। এতে অনেক ঘটনা সহজে সনাক্ত করা যায়।'
প্রতিমন্ত্রী জানান, ছুটির মধ্যে মহাসড়কগুলোর নিরাপত্তায় বিভিন্ন স্থানে পুলিশের ক্যাম্প ছাড়াও 'ওয়াচটাওয়ার' বসানো হয়েছে। রাতে দূর থেকে নজরদারির জন্য নাইট ভিশন দূরবিন রাখা হয়েছে বিভিন্ন পয়েন্টে।'
এই সময় আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আনসারের পাশাপাশি বিজিবিকেও সতর্ক রাখা হবে বলে জানান প্রতিমন্ত্রী।
বিডি-প্রতিদিন/ ৩০ সেপ্টেম্বর, ২০১৪/ আহমেদ