সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক ইহকালের মায়া ত্যাগ করেছেন দুই বছর আগে। কিন্তু তার সৃষ্টিকর্ম এখনো সাহিত্য ও সংস্কৃতি অনুরাগীদের হৃদয়ে চিরজাগরূক। সাহিত্যের সব শাখায় ছিল তার স্বপ্রতিভ উপস্থিতি। গতকাল ছিল প্রথিতযশা এই লেখকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। স্মৃতিচারণ, গ্রন্থের প্রকাশনা, কবিতা আবৃত্তি ও সৈয়দ হক রচিত নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে শিল্পকলা একাডেমি। গতকাল সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালায় শুরু হয় সৈয়দ হক স্মরণের দুদিনের এই আয়োজন।
শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানমালার প্রথম দিনে সৈয়দ হকের কর্মময় ও তার সৃষ্টিশীল কর্ম নিয়ে আলোচনা করেন সৈয়দ শামসুল হক পত্নী লেখিকা ডা. আনোয়ারা সৈয়দ হক ও নাট্যবক্তিত্ব রামেন্দু মজুমদার। অনুষ্ঠানে সৈয়দ শামসুল হককে নিবেদিত দুই বাংলার শতাধিক কবিদের কাব্য সংকলন ‘সৈয়দ হক : কবিতায় অঞ্জলি’ শীর্ষক গ্রন্থের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।
বইটিতে শঙ্খ ঘোষ, কবীর চৌধুরী, আসাদ চৌধুরী, মহাদেব সাহা, মুহম্মদ নূরুল হুদা, অসীম সাহা, চৈতালী চট্টোপাধ্যায়সহ দুই বাংলার কবিদের দেড় শতাধিক কবিতা স্থান পেয়েছে। পিয়াস মজিদ সম্পাদিত বইটি প্রকাশ করেছে অনিন্দ্য প্রকাশ।