ঢাকার কেরানীগঞ্জে চার খুনের পরিকল্পনাকারী সুমন, তার স্ত্রী আফসানা ও ডাকাত চাঁন মিয়া নামে ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব। আজ বুধবার র্যাবের মিডিয়া উইং থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী সুমন, তার স্ত্রী আফসানা আকতার এবং সহযোগী ডাকাত চাঁন মিয়াকে গ্রেফতার করেছে র্যাব-১০। এ বিষয়ে আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় র্যাব-১০ এর যাত্রাবাড়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও ওই বার্তায় জানানো হয়।
প্রসঙ্গত, গত ২৫ সেপ্টেম্বর ঢাকার কেরানীগঞ্জের আবদুল্লাহপুরের কদমপুর একটি বাসা থেকে দুই শিশুসহ চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বিডি-প্রতিদিন/১ অক্টোবর, ২০১৪/মাহবুব