হজ নিয়ে মন্তব্যের কারণে আদালতে মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে 'ধর্মীয় অনুভূতিতে আঘাত' দেয়ার অভিযোগ করেছেন দুই ব্যক্তি। অভিযোগকারীদের একজন বিএনপি সমর্থক আইনজীবী, অন্যজন নিজের পরিচয় দিয়েছেন চামড়া ব্যবসায়ী হিসাবে।
আজ বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তারা অভিযোগ দুটি দায়ের করেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা এবং ঢাকা মেট্রোপলিটান আইনজীবী সমিতির সাবেক সভাপতি এএমএম আবেদ রাজার করা আবেদনটির বিষয়ে শুনানি চলছে ঢাকার মহানগর হাকিম মিজানুর রহমানের আদালতে।
অপরদিকে, পূর্ব ইসলামবাগের চামড়া ব্যবসায়ী মো. বাদল মিয়া যে অভিযোগ দায়ের করেছেন তার শুনানি হবে মহানগর হাকিম রেজাউল করিমের আদালতে।
আদালত সূত্রে খবর, দণ্ডবিধির ২৯৫ ধারায় করা এ মামলায় ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগ আনা হয়েছে মন্ত্রীর বিরুদ্ধে।
রবিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে টাঙ্গাইল প্রবাসীদের আয়োজনে এক মতবিনিময় সভায় লতিফ সিদ্দিকী বলেন, 'আমি জামায়াতে ইসলামের যত বিরোধী, তার চাইতেও হজের ও তাবলীগের বিরোধী। কত ম্যান পাওয়ারটা নষ্ট হয় তোমরা বিবেচনা করে দেখ। হজের জন্য ২০ লাখ মানুষ আজ সৌদিতে গেছে। এদের কোনো কাম নাই। এরা কোনো প্রডাকশনও দিচ্ছে না। শুধু ডিডাকশন করছে, শুধু খাচ্ছে। দেশের টাকা নিয়ে গিয়ে ওদের দিচ্ছে। আব্দুল্লাহপুত্র মুহাম্মদ (সা.) কোরাইশদের আর্থিক সুবিধার জন্য হজ উৎসব চালু করেন।'
বিডি-প্রতিদিন/ ১ অক্টোবর, ২০১৪/ রশিদা