চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাসে হাতবোমা হামলার ঘটনায় ইসলামী ছাত্রশিবিরের পাঁচ কর্মীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বহিষ্কৃতরা হলেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. আবদুল হালিম, ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের মো. আমিন উদ্দিন ও ইব্রাহিম খলিল এবং তৃতীয় বর্ষের তৌহিদুল ইসলাম ও মো. ইউনুস।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মাছুম আহমেদ জানান, আজ দুপুরে বিশ্বিদ্যালয়ের ৪৯৫তম সিন্ডিকেট সভায় এই পাঁচজনকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত হয়। একইসঙ্গে কেন তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না সে বিষয়ে কারণ দর্শাতে নোটিশ দেয়ার সিদ্ধান্তও হয়েছে বলে জানান তিনি।
গত ৪ অাগস্ট সকালে হাটহাজারির ছড়ারকুল এলাকায় শহর থেকে ক্যাম্পাসগামী চট্টগ্রাম বিশ্ববদ্যিালয়ের শিক্ষকবাসে হামলা ও হাতবোমা ছুড়ে শিবিরকর্মীরা। এ ঘটনায় ১১ জন শিক্ষকসহ মোট ১৪ জন আহত হন।
বিডি-প্রতিদিন/অক্টোবর ২০১৪/শরীফ