আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জে আওয়ামী লীগের দু'গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক রিকসাচালক নিহত হয়েছেন। এতে আরও তিনজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। নিহত রিক্সাচালকের নাম শাহাবুদ্দিন (২৪)। তার বাড়ি লক্ষীপুরের রায়পুরা থানার চরকাচিয়া গ্রামে। তিনি হাটলক্ষীগঞ্জ এলাকায় মজিবরের বাড়িতে ভাড়া থাকতেন।
আজ বুধবার দুপুর দেড়টার দিকে জেলা শহরের হাটলক্ষীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
অপর গুলিবিদ্ধরা হলেন, হাটলক্ষীগঞ্জ এলাকার সামসুদ্দিনের ছেলে মো. সিফাত(১৪), বাগমামুদালী পাড়ার মৃত হযরত আলীর ছেলে মো. সাদেক হোসেন (৫০)। গুলিবিদ্ধ ওই দুইজনসহ ৫ জনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর গুলিবিদ্ধ একজনকে গ্রেফতারের এড়াতে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। এছাড়া আহত অন্যরাদের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের হাটলক্ষীগঞ্জ এলাকার কাউন্সিলর আওয়ামী লীগ নেতা মো. মকবুল হোসেন গ্রুপ এবং পঞ্চসার ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. জাহিদ হোসেন জাহির গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে আজ বুধবার দুপুরে শহরের লঞ্চঘাট সংলগ্ন হাটলক্ষীগঞ্জ এলাকায় ওই দুই গ্রপের মধ্যে সংঘর্ষ বাধে। প্রায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে। পরে পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণে আনে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবুল খায়ের জানান, বর্তমানে ওই এলাকা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। যেকোন ধরণের সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১ অক্টোবর ২০১৪/মাহবুব/ আহমেদ