অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্টান্ড এলাকায় পুলিশের সঙ্গে হকারদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। উত্তেজিত হকাররা অর্ধশতাধিক গাড়িতে ভাঙচুর চালিয়েছে। এতে মহাসড়কে দেড় ঘন্টার বেশি সময় ধরে যান চলাচল বন্ধ রয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সাভার বাসস্টান্ড এলাকায় একটি ব্রিজ উদ্বোধন করেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি যাওয়ার পর রাতের মধ্যেই ব্রিজের দুই পাশে বেশকিছু দোকান স্থাপন করে হকাররা। বিষয়টি মন্ত্রীকে জানালে তিনি সকল অবৈধ স্থাপনা ভেঙে দেওয়ার নির্দেশ দেন। আজ দুপুর আড়াইটার দিকে পুলিশ দোকান উচ্ছেদে আসলে হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এ সময় মহাসড়ক অবরোধ করে অন্তত অর্ধশতাধিক গাড়িতে ভাঙচুর চালায় হকাররা। সংঘর্ষে পুলিশ, হকার, পথযাত্রী, বাসযাত্রীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
ঢাকা জেলার ট্রাফিক ইন্সপেক্টর ফরহাদ হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দুপুরে তারা অবৈধ স্থাপনা উচ্ছেদে আসলে হকাররা বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সড়কে শত শত গাড়ি আটকা পড়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বিডি-প্রতিদিন/০১ অক্টোবর ২০১৪/আহমেদ