বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী রাজনৈতিক সংকট নিরসনে আবারও আলোচনায় বসার জন্য দুই নেত্রীর প্রতি তিনি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘এ ব্যাপারে প্রধানমন্ত্রীর দায়িত্বই বেশী। আমি আশা করি, দেশ রক্ষার জন্য সরকার ও বিরোধী পক্ষের শুভবুদ্ধির উদয় হবে এবং আলোচনায় বসবে।’
সোমবার বিকেলে রাজধানীর বারিধারার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সব কথা বলেন।
বি. চৌধুরী বলেন, ‘দেশ জ্বলছে। মানুষ মরছে। অর্থনীতি ধ্বংস হচ্ছে। অর্থমন্ত্রীর ভাষায়, ঢাকার বাইরে সরকারের কর্তৃত্ব নেই।’
তিনি বলেন, ‘বন্দুক দিয়ে, পুলিশ দিয়ে দমন-পীড়ন করে রাজনৈতিক সমস্যার সমাধান হবে না। রাজনীতির সমাধান করতে হবে রাজনীতি দিয়ে। এই পরিস্থিতিতে উভয় নেত্রীকে উদার হতে হবে। ছাড় দিতে হবে।’
বিদেশীদের মাধ্যমে সংলাপ হলে তা দেশের জন্য লজ্জাজনক হবে উল্লেখ করে তিনি বলেন, ‘বিডিআর বিদ্রোহের সময় ৫৬ সামরিক কর্মকর্তা হত্যাকারীদের সঙ্গে এবং পার্বত্য চট্টগ্রাম ইস্যু নিয়ে সন্তু লারমার সঙ্গে আলোচনা করতে পারলে খালেদা জিয়ার সঙ্গে কথা বলতে সমস্যা কোথায়? দ্রুততম সময়ে শেখ হাসিনা সমস্ত সমস্যার সমাধান করতে পারেন।’
বি. চৌধুরী বলেন, ‘৫ জানুয়ারি কোনো নির্বাচন হয় নাই। ৫-১০ ভাগ মানুষের বেশী ভোট দিতে পারে নাই। আওয়ামী লীগও বলেছিল, ওই নির্বাচন ছিল সংবিধান রক্ষার জন্য। সুতরাং জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য দ্রুত একটি নির্বাচন করতে হবে।’
এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিকল্পধারার যুগ্ম-মহাসচিব মাহী বি. চৌধুরী।
বিডি-প্রতিদিন/১৬ ফেব্রয়ারি, ২০১৫/মাহবুব