বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় দেখা করবেন বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পার্লামেন্টের প্রতিনিধিদল।
বেগম জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির। ছয় সদস্যের ইইউ পার্লামেন্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ইউরোপীয় পার্লামেন্টে প্রভাবশালী গ্রুপ ইপিপির সদস্য ক্রিশ্চিয়ান দান প্রেদা। পাঁচ দিন তাদের বাংলাদেশে অবস্থান করার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সংশ্লিষ্ট রাজনীতিবিদ, ব্যবসায়ী, নাগরিক সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবে প্রতিনিধি দলটি।
উল্লেখ্য, গত দুই দশকের মধ্যে ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপকমিটির এটিই প্রথম বাংলাদেশ সফর।
বিডি-প্রতিদিন/ ১৭ ফেব্রুয়ারি, ২০১৫/ রোকেয়া।