ট্রেনের ধাক্কায় আবু বক্কর (৪৫) নামে দায়িত্বরত এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। চট্টগ্রামের মিরসরাই উপজেলার ফকিরহাট এলাকায় আজ মঙ্গলবার ভোর পাঁচটার দিকে বড়তাকিয়া ও বারইঢালা স্টেশনের মাঝামাঝি হাদি ফকিরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
সীতাকুন্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরবিন্দ দাশ জানান, রাতে ওই আনসার সদস্য রেললাইন পাহারার দায়িত্বে ছিলেন। ধারণা করা হচ্ছে, ভোরে শাটল ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে মিরসরাই থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ওয়ালি জানান, আবু বক্কর মিরসরাইয়ের উত্তর ওয়াহেদপুর এলাকার বাসিন্দা। গত কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। রেললাইন চেকিংয়ের সময় তার মৃতদেহ পড়ে থাকতে দেখে অন্য আনসার সদস্যরা বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষ ও থানা কর্তৃপক্ষকে জানায়। পরে মৃতদেহ উদ্ধার করে চট্টগ্রাম জিআরপি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিডি-প্রতিদিন/ ১৭ ফেব্রুয়ারি, ২০১৫/ রোকেয়া।