বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের হরতাল-অবরোধের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যাদের জন্য রাজনীতি, তাদের পুড়িয়ে মারা হচ্ছে। আন্দোলনের নামে হত্যাযজ্ঞ চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
আজ মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশজুড়ে সহিংসতার ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মানুষের জন্য রাজনীতি করছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, আমি মানুষ বাঁচাতে কাজ করছি। আর একজন মানুষ হত্যা করছে।
দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির নেত্রীকে বলুন, লাশ নিয়ে খেলা বন্ধ করতে। কিসের জন্য, কার স্বার্থে তিনি এসব করছেন। এর বিচার আল্লাহই করবেন।
বিডি-প্রতিদিন/ ১৭ ফেব্রুয়ারি, ২০১৫/ রোকেয়া।