বাংলাদেশের চলমান নাশকতা ও সহিংসতার প্রেক্ষাপটে দেশের দুই প্রধান রাজনৈতিক দলের নেত্রীকে সংলাপে বসার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। খবর বিডি নিউজের।
তার উপ মুখপাত্র ফারহান হক জানান, “সংলাপের মধ্য দিয়ে উদ্ভূত পরিস্থিতির শান্তিপূর্ণ অবসানের আহবান জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এই চিঠি পাঠানো হয়েছে।”
তবে চিঠিতে মহাসচিব কি লিখেছেন, সে বিষয়ে জানা যায়নি।
তবে একটি সূত্র জানিয়েছে, বান কি-মুন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন এবং দেশের এই অগ্রযাত্রা অব্যাহত রাখার স্বার্থে চলমান অস্থিরতার অবসান ঘটানো জরুরি বলে মত দিয়েছেন।