আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ জামায়াতের নায়েবে আমির আব্দুস সুবহানের রায় চলাকালে ট্রাইবুনালের দক্ষিণ পাশে পর পর ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এসময় এলাকায় দায়িত্বরত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ককটেল হামলাকারীদের খোঁজে ছুটাছুটি করতে থাকেন।
জানা গেছে, বুধবার বেলা পৌনে ১১ টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের দক্ষিণ পাশে ও কার্জন হলের উত্তর পাশের রাস্তায় কে বা কারা পর পর ৩টি ককটেল নিক্ষেপ করে।
এ ব্যাপারে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ককটেল বিস্ফোরণের শব্দ পেয়েছি।