বাংলাদেশ সফরের মধ্যে দিয়ে দুই বাংলার ভাতৃত্বের বন্ধন আরও মজবুত হবে বলে আশা প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বৃহস্পতিবার ঢাকার উদ্যেশ্যে রওনা দেওয়ার আগে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছে গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
মুখ্যমন্ত্রী বলেন, এটা বিশ্বকবির বাংলা, 'নজরুলের বাংলা, জীবনানন্দের বাংলা। তারা আমাদের আমন্ত্রণ জানিয়েছে, তাই আমরা যাচ্ছি। একুশে ফেব্রুয়ারির মতো একটি দিনে বাংলাদেশ সরকার আমন্ত্রণ করায় আমি খুব খুশি।'
তিনি বলেন বাংলাদেশের অবদানের জন্যই এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌণে ছয়টা নাগাদ বিমানবন্দরে পৌঁছেন মুখ্যমন্ত্রী। তার সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যসচিব সঞ্জয় মিত্র, পশ্চিমবঙ্গের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, পর্যটন মন্ত্রী ব্রাত্য বসু, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, মুনমুন সেন, অরিন্দম শীল, চিত্র পরিচালক গৌতম ঘোষ, সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন, নচিকেতা, কবি সুবোধ সরকার, শিল্পপতি হর্ষ নেওটিয়া ও গণমাধ্যমের কয়েকজন প্রতিনিধি। কলকাতা থেকে এয়ার ইন্ডিয়ার ০২৩০ উড়ানে মুখ্যমন্ত্রী ঢাকায় আসছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ফ্লাইটটি রাত ৮টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
এই সফরে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করবেন মমতা।
বিডি-প্রতিদিন/ ১৯ ফেব্রুয়ারি ২০১৫/ এস আহমেদ