পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে নিয়ে এয়ার ইন্ডিয়ার ০২৩০ ফ্লাইটটি বাংলাদেশ সময় ৭টা ৫৪ মিনিটে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে। রাত ৯টা ১৪ মিনিটে বিমানটির ঢাকায় শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা।
বাংলাদেশে তাকে স্বাগত জানাবেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও ভারতীয় হাইকমিশনের সদস্যরা।
বাংলাদেশ সফরের উদ্দেশ্যে সন্ধ্যা পৌণে ছয়টা নাগাদ কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন মমতা বন্দোপাধ্যায়।
বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন, এ সফরের মধ্য দিয়ে দুই বাংলার ভাতৃত্বের বন্ধন আরও মজবুত হবে মনে করি। এটা বিশ্বকবির বাংলা, 'নজরুলের বাংলা, জীবনানন্দের বাংলা। তারা আমাদের আমন্ত্রণ জানিয়েছে, তাই আমরা যাচ্ছি। একুশে ফেব্রুয়ারির মতো একটি দিনে বাংলাদেশ সরকার আমন্ত্রণ করায় আমি খুব খুশি।'
বিডি-প্রতিদিন/ ১৯ ফেব্রুয়ারি ২০১৫/ এস আহমেদ