ঢাকা সফররত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন, বাংলাদেশে আসতে পেরে তিনি খুবই খুশি। দুই বাংলার মধ্যে কোনো বিভেদ রাখতে তিনি চান না। দুই বাংলাদেশই এক করে দেখেন তিনি।
শুক্রবার দুপুরে হোটেল সোনারগাঁওয়ে দুই বাংলার সাংস্কৃতিক ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমি বাংলাদেশে আসতে পেরে খুবই খুশি। ভাষা আন্দোলনের এই আবেগের দিনে এসে আমরা আপ্লুত। বাংলাদেশ আন্তর্জাতিক ভাষা দিবস উদযাপনের সুযোগ পেয়েছে, এটি বাংলাভাষি হিসেবে আমারদেরও গর্ব।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে মমতা বলেন, আমরা গোটা পশ্চিমবঙ্গ পরিবার আনন্দিত। আমাদের এপার বাংলা ওপার বাংলা, দুই বাংলার মধ্যে যতই রাজনৈতিক এবং ভৌগলিক বাউন্ডারি থাকুক, মনের কোনো বাউন্ডারি নেই।
মমতা ব্যানার্জি বলেন, আমাদের একই সংস্কৃতি, একই খাবার খাই, একই গান গাই। আমাদের একই রবীন্দ্রনাথ, একই নজরুল, একই লালন, একই ক্ষুদিরাম, একই সুর্যসেন।
তিনি আরও বলেন, আমরা আপনাদের কাছে শুনবো কি কি প্রত্যাশা করেন, কোনো বাধা থাকবে না। মনের দরজা খুলে দিতে হবে। সব শুনবো এবং আমি হয়তো সব বলতে পারি না, জবাব দেব। আমারও কথা রয়েছে।
বিডি-প্রতিদিন/২০ জানুয়ারি, ২০১৫/মাহবুব