পাঁচদিনের বাংলাদেশ সফরে ২২ ফেব্রুয়ারি ঢাকা আসছেন ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর কে ধোবান। বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিবের আমন্ত্রণে এ সফরে আসবেন তিনি। ধোবানের স্ত্রী মিনু ধোবানও সফর সঙ্গী হিসেবে তার সঙ্গে অবস্থান করবেন।
ভারতীয় নৌবাহিনী প্রধানের ঢাকায় অবস্থানকালে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইএনএস রণজিৎ’ শুভেচ্ছা সফরের অংশ হিসেবে চট্টগ্রাম বন্দরে অবস্থান করবে। ঢাকায় অবস্থানকালে ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর কে ধোবানের বাংলাদেশ নৌবাহিনীকে দুটি এন্টারপ্রাইজ ক্লাস বোট উপহার দেওয়ার কথা রয়েছে।
অ্যাডমিরাল আর কে ধোবানের এ সফর দুই দেশের মধ্যে সশস্ত্রবাহিনীর উচ্চপর্যায়ের কর্মকর্তাদের নিয়মিত শুভেচ্ছা সফরের অংশ বিশেষ। এ সফর দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্ব এবং সহযোগিতা বাড়াতে সহায়তা করবে। এছাড়াও দুই দেশের নৌবাহিনীর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্কোন্নয়নে ভূমিকা রাখবে।
বিডি-প্রতিদিন/২০ ফেব্রুয়ারি ২০১৫/শরীফ