২০ দলীয় জোট ফের হরতাল দেওয়ায় রবি ও মঙ্গলবারের এসএসসি ও সমমানের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আজ শনিবার দুপুরে। এ বিষয়ে জানাতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ হেয়ার রোডের বাসভবনে দুপুর ১২টায় জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীন শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন।
অবরোধের মধ্যে রবিবার থেকে ফের ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। রবিবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত হরতাল পালিত হবে।
পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী রবিবার এসএসসিতে রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা/পৌরনীতি, ব্যবসায় উদ্যোগ; দাখিলে সাধারণ গণিত, কারিগরি ও দাখিল কারিগরিতে আত্মকর্মসংস্থান ও ব্যবসায় উদ্যোগ (১৯২৮, ৮১২৮) বিষয়ে পরীক্ষা রয়েছে।
মঙ্গলবার এসএসসিতে ভূগোল ও পরিবেশ/ভূগোল, বাণিজ্যিক ভূগোল; দাখিলে বাংলা (অনিয়মিত পরীক্ষার্থীদের), বাংলা প্রথমপত্র; কারিগরি ও দাখিল কারিগরিতে নতুন সিলেবাসে ট্রেড-১ (দ্বিতীয়পত্র) ও পুরনো সিলেবাসে ট্রেড-১ (দ্বিতীয়পত্র) বিষয়ের পরীক্ষা হওয়ার কথা রয়েছে।
হরতালের কারণে এর আগে ৭ দিনের এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়েছে।
বিডি-প্রতিদিন/২১ ফেব্রুয়ারি ২০১৫/ এস আহমেদ