আনুষ্ঠানিক সাক্ষাতের আগেই হয়ে গেল অনানুষ্ঠানিক কুশল বিনিময়। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে এসে পরস্পর কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা সফরে আসা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাত পৌনে ১২টার দিকে সফরসঙ্গীদের নিয়ে শহীদ মিনারে আসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সেখানে তাকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। গাড়ি থেকে নেমে বুকের কাছে দু’হাত জোড় করে মূল বেদির বাম পাশে গিয়ে দাঁড়ান এই তৃণমূল কংগ্রেস নেত্রী। রাত ১২টায় প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের কয়েক মিনিট পরই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। বললেন, 'হৃদয়ের মধ্যে একটা আলোড়ন হচ্ছে। এটা কথায় বলে বোঝানো যাবে না। আমার গায়ে কাঁটা দিচ্ছে।'
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের শ্রদ্ধা নিবেদন শেষে রাত ১২টা ৭ মিনিটে মমতা তার সফরসঙ্গীদের নিয়ে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাদের নিয়ে শ্রদ্ধা জানিয়ে সোজা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে হাঁটা শুরু করেন। মমতাও এগিয়ে আসেন শেখ হাসিনার দিকে। তারা হেসে কুশল বিনিময় করেন। প্রায় দু’মিনিটের মতো তাদের মধ্যে চলে কথোপকথন।
এরপর শেখ হাসিনা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তার বহরের দিকে রওনা হতেই উপস্থিত সাংবাদিকরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ধরেন।
এসময় মমতা বলেন, 'একুশে ফেব্রুয়ারি আমরা ছোট বেলা থেকে শুনে আসছি। আমরা ওপার বাংলায় একুশে ফেব্রুয়ারি পালন করি। আমি যখন এমপি ছিলাম। তখন একটা স্মারক তৈরি করেছিলাম। সেটা প্রতি বছর আমরা সেলিব্রেট করি।'
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে তিন দিনের সফরে বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায়।
বিডি-প্রতিদিন/২১ ফেব্রুয়ারি ২০১৫/ এস আহমেদ