মহান ভাষা আন্দোলনে অমর শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরীর নেতৃত্বে ফুলের শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। শনিবার সকালে বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে এই ফুল দেওয়া হয়।
এসময় ইনাম আহমেদ চৌধুরীর সঙ্গে ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক মাজেদুল ইসলাম, সাবেক এমপি মেজর অব. আখতারুজ্জামান, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত প্রমুখ।
এর আগে ভোর সাড়ে ছয়টার দিকে রাজধানীর আজিমপুর কবরস্থানে ভাষা শহীদ সালাম, বরকত, জব্বার ও শফিউরের কবরে ফুলের শ্রদ্ধা জানায় বিএনপি নেতারা। আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবরে শ্রদ্ধা জানানো শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে যান তারা।
চলমান অবরোধ কর্মসূচির কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবার কেন্দ্রীয় শহীদ মিনারে যাননি। তবে শহীদদের স্মরণে আজ বাদ আসর খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে মিলাদ অনুষ্ঠিত হবে বলে বিএনপি সূত্রে জানা গেছে।
বিডি-প্রতিদিন/২১ ফেব্রুয়ারি ২০১৫/ এস আহমেদ