আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের আন্দোলন ব্যর্থ হয়েছে। আন্দোলনের ৮১ দিন আজ। আক্কেল থাকলে বিএনপির নেত্রীর আক্কেলে পানি পড়ত। তিনি ৮১ দিনে পারেননি। আর পারবেনও না।
তিনি আজ বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন।
খালেদা জিয়ার প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, 'আন্দোলন চালাতে তিনি চরমভাবে ব্যর্থ হয়েছেন। ব্যর্থতার বৃত্ত থেকে তিনি আর বের হয়ে আসতে পারবেন না। উনি যাদের ভরসায় বসে আছেন, সবাই তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।'
তিনি আরো বলেন, বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদের স্থান আমরা হতে দেবো না। আমার ওপর আঘাত আসবে জানি। কারণ, আমি ন্যায় ও সত্যের পথে।