নোয়াখালীর সূবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে বেলালবাহিনীর প্রধান ও তার ভাইকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শুক্রবার রাত ১১টার দিকে হাজী ইদ্রিস বাজার থেকে তাদেরকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়।
আটককৃতরা হচ্ছেন: ডাকাত বেলাল বাহিনীর প্রধান বেলাল হোসেন (৩৫) ও তার ভাই কামাল উদ্দিন (৩৭)। তারা মোহাম্মদপুর ইউনিয়নের খোরশেদ আলমের ছেলে।
জানা গেছে, গত কয়েক মাস ধরে বেলাল বাহিনী সূবর্ণচর, হাতিয়া ও সন্দীপ উপকূলীয় অঞ্চলে ব্যাপক তাণ্ডব চালিয়ে যাচ্ছে। এছাড়া মোহাম্মদপুর ইউনিয়নের কয়েকজন লোককে বিভিন্নভাবে হত্যার হুমকি দিচ্ছিল। শুক্রবার রাতে বেলাল ও তার ভাই কামাল অস্ত্র নিয়ে হাজী ইদ্রিস বাজারে আসে। এ সময় স্থানীয় লোকজন তাদের ধাওয়া দিয়ে আটক করে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বেলাল ও তার ভাইকে থানা নিয়ে যায়। এসময় পুলিশ কয়েক রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছুড়ে।
উল্লেখ্য, বেলাল এক সময় জলডাকাত 'নবী চোরা' বাহিনীতে কাজ করতো। কিন্তু বর্তমানে তিনি নিজস্ব বাহিনী সৃষ্টি করে সূবর্ণচর, হাতিয়া ও সন্দীপ উপকূলীয় অঞ্চলে ব্যাপক সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
জনতার পিটুনিতে আহত বেলাল ও কামাল বর্তমানে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসাধীন রয়েছেন। বেলালের বিরুদ্ধে থানায় ডাকাতি, বিস্ফোরক ও অস্ত্র আইনে ১০টির বেশি মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আরও একটি মামলার প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/ ২৮ মার্চ, ২০১৫/ রশিদা