বিএনপির কেন্দ্রীয় বিশেষ সম্পাদক ও রাজশাহী জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নাদিম মোস্তফা অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
কারা কর্তৃপক্ষ জানায়, সকালে নাদিম মোস্তফা বুকে ব্যথা অনুভব করলে কারাগার হাসপাতালের চিকিৎসককে দেখানো হয়। চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
গত ১৯ জানুয়ারি রাজধানীর গুলশানের বাসা থেকে নাশকতার মামলায় যৌথবাহিনীর হাতে গ্রেফতার হন নাদিম মোস্তফা। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এপর্যন্ত নাদিম মোস্তফার নামে ঢাকা ও রাজশাহীতে তিনটি নাশকতার মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৮ মার্চ, ২০১৫/ রশিদা