নারায়ণগঞ্জে বহুল আলোচিত ৭ খুনের করা মামলার প্রধান আসামি নূর হোসেনের অন্যতম সহযোগী আবুল বাশারের বিরুদ্ধে সাতদিন রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিন শনিবার দুপুরে এ রিমান্ড আদেশ দেন। আবুল বাশার সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক।
এর আগে, শুক্রবার দুপুরে রূপগঞ্জ উপজেলার দক্ষিণ গোলাকান্দা এলাকা থেকে আবুল বাশারকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে সাত খুনের ঘটনায় তাকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য শনিবার আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়।
উল্লেখ্য, গত বছরের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন অপহৃত হন। আর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠা ছয়জনের লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন নদীতে আরও একজনের লাশ পাওয়া যায়।
বিডি-প্রতিদিন/২৮ মার্চ, ২০১৫/মাহবুব