সিলেট সিটি করপোরেশনের সদ্য সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার বিকেলে তাকে কারা কর্তৃপক্ষ হাসপাতালে ভর্তি করে বলে তার পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।
জানা গেছে, তিনি বুক এবং কোমর ব্যথায় (ব্যাক পেইন) ভুগছেন ।