রংপুর সদর উপজেলার আওতাধীন হরিদেবপুর, চন্দনপাট ও সদ্যপুষ্করনী ইউনিয়নে দীর্ঘ ১৫ বছর পর ভোটগ্রহণ চলছে। রোববার সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
জান গেছে, রংপুর সদর উপজেলার ৩টি ইউনিয়নে ২৭টি ওয়ার্ডের মোট ভোটার রয়েছেন ৭৪ হাজার ৩০৭ জন। প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা ২২ জন, সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ৬১ জন এবং ইউপি সদস্য প্রার্থী রয়েছেন ১শ ৫২ জন। ৩৩টি কেন্দ্র ও ১শ ৯২টি বুথের জন্য ইতোমধ্যে সেখানে প্রিজাইডিং এবং পোলিং অফিসারসহ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ৬০৯ জনকে নিয়োগ দেয়া হয়েছে।