চট্টগ্রাম সিটি করপোরেশনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত আ জ ম নাছির উদ্দিন। আজ রবিবার বেলা সোয়া ১২টার দিকে চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এসময় তার সঙ্গে ছিলেন নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান প্রবীণ আওয়ামী লীগ নেতা ইসহাক মিয়া, সাবেক মন্ত্রী আফসারুল আমীন, সংসদ সদস্য এম এ লতিফ ও সাবেক সংসদ সদস্য নুরুল আলম বিএসসি।
প্রসঙ্গত, আগামী ২৮ এপ্রিল চট্টগ্রামের পাশাপাশি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ভোট হবে।
বিডি-প্রতিদিন/ ২৯ মার্চ, ২০১৫/ রশিদা