তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আবারও বলেছেন, প্রচার সংখ্যায় বাংলাদেশ প্রতিদিন শীর্ষে। আজ রবিবার সংসদের এক প্রশ্নোত্তর পর্বে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য এমএম মালেকের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
এর আগে গত ৩ মার্চ, ২০১৪ সালের ১১ মার্চ ও ২০১৩ সালের ১৩ জুন বাংলাদেশ প্রতিদিনের শীর্ষস্থানে থাকার তথ্য জাতীয় সংসদকে জানান তথ্যমন্ত্রী।
বিডি-প্রতিদিন/ ২৯ মার্চ, ২০১৫/ রশিদা