নির্বাচনের ধুয়া তুলে সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযুক্তদের মাঠে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ নেই বলে হুঁশিয়ারি করে দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
জাতীয় প্রেসক্লাবে সোমবার দুপুরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। বাংলাদেশ কৃষক লীগ ঢাকা মহানগর উত্তর এ আলোচনা সভার আয়োজন করে।
মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘যাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আছে তারা যদি মনে করেন নির্বাচনের ধুয়া তুলে মাঠে প্রতিষ্ঠিত হবেন সেই সুযোগ নেই। আইনশৃঙ্খলা বাহিনী সন্ত্রাসী-নাশকতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে।’
তিনি বলেন, ‘যারা নির্বাচনে অংশ নিয়েছেন তাদেরকে আশ্বস্ত করতে চাই। লেভেল প্লেয়িং ফিল্ড করার দায়িত্ব নির্বাচন কমিশনের। ক্ষমতাসীন দল হিসেবে আমাদের যা সহযোগিতা করার করবো। নির্বাচন কমিশনের যা যা করার প্রয়োজন তারা তাই করবে।’
‘বেগম খালেদা জিয়া অবরুদ্ধ’ বিএনপি নেতাদের এমন মন্তব্যের সমালোচনা করে হানিফ বলেন, ‘খালেদা জিয়াকে কে অবরুদ্ধ করেছে? উনি নিজেই অবরুদ্ধ হয়ে আছেন। আর যদি উনি অবরুদ্ধ থাকেন তাহলে তারেক রহমান ও জামায়াত অবরুদ্ধ করেছে। বেগম খালেদা জিয়া অবরুদ্ধের এই নাটক বন্ধ করুন। আপনি মানসিক বিকারগ্রস্ত হয়ে গেছেন। কোন মানুষ ৩ মাস রাজনৈতিক কার্যালয়ে থাকে না।’
আয়োজক সংগঠনের সভাপতি মাকসুদুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষায়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা প্রমুখ।
বিডি-প্রতিদিন/৩০ মার্চ, ২০১৫/মাহবুব