কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফ-এর গুলিতে দুই গরু ব্যবসায়ী আহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চলিশপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন: ওই গ্রামের মৃত সোলাইমানের ছেলে বাবু শেখ (২৪) ও মৃত হানিফ মিয়ার ছেলে কাশেম (২০)।
৪৭ বিজিবি ব্যাটালিয়ান কমান্ডার আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে গরু ব্যবসায়ী বাবু শেখ ও কাশেম চলিশপাড়া সীমান্ত দিয়ে মুর্শিদাবাদের জলঙ্গী থেকে অবৈধভাবে গরু নিয়ে আসার সময় বিএসএফ সদস্যরা তাদের ওপর গুলি ছোড়ে। এতে বাবু শেখ ও কাশেম গুলিবিদ্ধ হন।
পরে বিজিবির সহায়তায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়।
বিডি-প্রতিদিন/ ৩১ মার্চ, ২০১৫/ রশিদা