বঙ্গভবনে বানরের উপদ্রব বেড়ে গেছে। গাছে গাছে জটলা পাকাচ্ছে প্রতিদিন শ'খানেক বানর। তাদের উপস্থিতি রীতিমত ভয়ের সঞ্চার করছে বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের মনে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে বঙ্গভবনের পক্ষ থেকে বন বিভাগের কাছে সহায়তা চাওয়া হয়েছে।
সূত্র জানায়, খাবারের লোভে প্রতিদিন শ’খানেক বানর হানা দিচ্ছে বঙ্গভবনে। তারা গাছ থেকে নেমে মানুষের কাছাকাছি চলে আসছে। অনেক সময় ভাঙচুর করছে। এসব বানরকে কীভাবে খাবার সরবরাহ করা হবে তা নিয়েও আলোচনা চলছে।
বানরের উপদ্রব বেড়েছে জানিয়ে এর আগেও বঙ্গভবনের পক্ষ থেকে বন বিভাগের কাছে চিঠি দেয়া হয়েছিল। তখন সিদ্ধান্ত হয়েছিল ফাঁদ পেতে বানর ধরে বিভিন্ন বনে অবমুক্ত করে দেয়া হবে। ৫টি বানর ধরাও পড়েছিল। সেগুলোকে বঙ্গবন্ধু সাফারি পার্কে অবমুক্ত করে দেয়া হয়। কিন্তু সেখানেও বিপত্তি দেখা দেয়। ফাঁদ দিয়ে একটি বানর ধরার পর বাকি বানরগুলো আর ফাঁদের কাছে আসতে চায় না।
কিছুদিন বিরতির পর আবার চিঠি আসে বন ও পরিবেশ সচিবের কাছে। এ চিঠির সূত্র ধরে বন কর্মকর্তারা সিদ্ধান্ত নিয়েছেন আগামী ২ মাস বানরদের খাবার সরবরাহ করা হবে। যাতে তারা বঙ্গভবনের আশপাশে না আসে। তবে খাবারের লোভে বানরের আনাগোনা আরো বাড়তে পারে বলে মনে করছেন বন বিভাগের কেউ কেউ। তাই বিষয়টি নিয়ে নানা চিন্তা-ভাবনা চলছে বন বিভাগে।
বিডি-প্রতিদিন/৩১ মার্চ ২০১৫/ এস আহমেদ