মোবাইল ফোন অপারেটরদের সিম অথবা রিম কার্ড ব্যবহারের ওপর ১ শতাংশ সারচার্জ আরোপের প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের নিয়মিত সাপ্তাহিক বৈঠকে আজ মঙ্গলবার এই অনুমোদন দেওয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব এম মোশাররফ হোসেন ভূইয়া সাংবাদিকদের জানান, এই সারচার্জ মোবাইল ফোন গ্রাহকদের মোবাইল ফোন চার্জের মোট টাকার ওপর আরোপ হবে। সরকার ধারণা করছে, এতে বছরে ১৪০ কোটি টাকার একটি তহবিল গঠিত হবে। এই অর্থ পাবলিক সেক্টরে শিক্ষা ও স্বাস্থ্যসেবা কাজে ব্যবহৃত হবে।
বিডি-প্রতিদিন/ ৩১ মার্চ, ২০১৫/ রোকেয়া।