সম্প্রতি অনুষ্ঠিত বিশ্বকাপের বাংলাদেশ-ভারত ম্যাচে আইসিসির কর্মকাণ্ড ও নিজের অবস্থান নিয়ে কথা বলবেন সংস্থাটির প্রেসিডেন্ট আ হ ম মুস্তফা কামাল। আগামিকাল বিষয়টি তুলে ধরা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তাপস রায়।
আইসিসির গঠনতন্ত্র অনুযায়ী প্রেসিডেন্ট হিসেবে মুস্তফা কামালের ট্রফি তুলে দেয়ার কথা থাকলেও ২৯ তারিখে অনুষ্ঠিত একাদশতম বিশ্বকাপ ফাইলানে বিজয়ী দল অস্ট্রেলিয়ার হাতে ট্রফি তুলে দেন আইসিসির চেয়্যারম্যান শ্রীনিবাসন। যার বিরুদ্ধে অনেক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। একাদশতম বিশ্বকাপেও আইসিসির সংবিধার লঙ্ঘন করে আরেকটি কেলেঙ্কারির জন্ম দিয়েছেন শ্রীনিবাসন। এদিকে তাপস রায় বলেন, আগামিকাল (বুধবার) তিনি বাংলাদেশে আসবেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুপুর ১২টায় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।
বিডি-প্রতিদিন/ ৩১ মার্চ, ২০১৫/ রোকেয়া।