মাগুরায় ২১ মার্চ বালুর ট্রাকে পেট্রোলবোমা হামলায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোর ৬টায় ইমরান মোল্লা (৩০) নামের ওই ট্রাক চালকের মৃত্যু হয়।
তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
ইমরান মোল্লার মৃত্যুর খবর নিশ্চিত করেন বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল।তিনি জানান, আগুনে ইমরানের শ্বাসনালীসহ শরীরের ৫০ শতাংশ পুড়ে যায়।
২১ মার্চ পেট্রোল বোমায় দগ্ধ হয়ে আরও কয়েকজনের সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালের বার্ন ইউনিটে ভতি হন ইমরান। তার বাবার নাম শিরু মোল্লা। গ্রামের বাড়ি ফরিদপুর জেলার মধুখালী থানার রাজঘাড় গ্রাম।
দগ্ধদের মধ্যে জেলার সদর উপজেলার মালিক গ্রামের রওশন আলী (৪২), মতিন মিয়া (৩৫), মতিন গ্রামের শাকিল মিয়া (৩৫), ইয়াদুল মোল্লা (২৫) ও ইমরান মোল্লা (৩০) বিভিন্ন সময়ে মারা গেছেন। এর আগে ইয়াদুল মোল্লা চিকিৎসাধীন অবস্থায় ২৫ মার্চ ঢামেকে মারা যান।
দগ্ধ অন্য চারজন ইলিয়াস হোসেন (৪০), আরব আলী (৩৮), নাজমুল হোসেন (৩৫) ও ফারুক মিয়া (৩৫) এখনো বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
বিডি-প্রতিদিন/ ০১ এপ্রিল ১৫/ সালাহ উদ্দীন