মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের আপিলের রায়ের বিরুদ্ধে করা রিভিউ শুনানি ফের পিছিয়ে ৫ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।
আজ বুধবার রিভিউ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আসামীপক্ষের আইনজীবীদের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন এ তারিখ ধার্য করেন আদালত।
আসামিপক্ষ মঙ্গলবার ৪ সপ্তাহের সময় আবেদন করে। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চ আজ বুধবার সকালে এই দিন ধার্য করে আদেশ দেন।
বিডি-প্রতিদিন/ ০১ এপ্রিল ১৫/ সালাহ উদ্দীন