নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হলেও তা না করেই তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। গতকাল মঙ্গলবার দুপুরে তাকে কারাগার থেকে শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়। তবে স্বাস্থ্য পরীক্ষা না করে তাঁকে আবার কারাগারে নেওয়া হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক মো. ফরমান আলী জানান, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী সিটি স্ক্যান করার জন্য মান্নাকে গতকাল দুপুরে ইব্রাহিম কার্ডিয়াকে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা পরীক্ষার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) স্থানান্তর করেন। তবে ওই পরীক্ষা না করিয়ে তাঁকে কারাগারে নেওয়া হয়। পরে এ পরীক্ষার জন্য তাঁকে বিএসএমএমইউতে নেওয়া হবে।
প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি রাতে ধানমন্ডির স্টার কাবাবের সামনে থেকে মান্নাকে আটক করে র্যাব। তবে মান্নার পরিবারের দাবি, এর এক দিন আগে তাঁকে আত্মীয়ের বাড়ি থেকে তুলে নেওয়া হয়। পরে তাঁর বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের বিদ্রোহে উসকানি দেওয়া ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে পৃথক দুটি মামলা করা হয়। ডিবি পুলিশের কাছে দ্বিতীয় দফায় ১০ দিনের রিমান্ডে থাকা অবস্থায় গত ১০ মার্চ রাতে বুকে ব্যথা অনুভব করায় মান্নাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। পরে তাঁকে কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।
বিডি-প্রতিদিন/ ০১ এপ্রিল, ২০১৫/ রোকেয়া।