দেশজুড়ে আজ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক ও আলিম পরীক্ষা। তবে এই পরীক্ষা থেকে বাদ যায়নি কারাবন্দীরাও। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এবং হাই সিকিউরিটি কারাগারের ২১ জন বন্দি এবার উচ্চ মাধ্যমিক ও আলিম পরীক্ষায় অংশ নিয়েছেন।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দি শিক্ষার্থীরা স্ব স্ব কারাগারে ‘হল রুমে’ পরীক্ষায় বসেছেন।তাদের জন্য নির্ধারিত কেন্দ্র থেকে কক্ষ পরিদর্শক, প্রশ্ন ও উত্তরপত্র সরবরাহ করা হয়েছে। পরীক্ষার পর উত্তরপত্র সংশ্লিষ্ট কেন্দ্রে পাঠানো হবে। কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার মো. জাহাঙ্গীর কবির জানান, কারা কর্তৃপক্ষ ও আদালতের অনুমতি ও যথাযথ বিধান মেনেই কারাগার থেকে এবার আটজন বন্দি আলিম এবং দুজন এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। অন্যদিকে হাই সিকিউরিটি কারাগারের জেলার মো. জান্নাতুল ফরহাদ জানিয়েছেন, এখানে নয়জন বন্দি এইচএসসি এবং দুজন আলিম পরীক্ষা দিচ্ছেন।
উল্লেখ্য, এইচএসসিতে আটটি সাধারণ বোর্ডের অধীনে এবার আট লাখ ৮৬ হাজার ৯৩৩ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে ৮৪ হাজার ৩৬০ জন, কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি বিএম/ভোকেশনালে ৯৮ হাজার ২৪৭ জন এবং ডিআইবিএসে চার হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী রয়েছে। এ ছাড়া দেশের বাইরেও সাতটি কেন্দ্রে ২৪১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।
বিডি-প্রতিদিন/ ০১ এপ্রিল, ২০১৫/ রোকেয়া।