গভীর সমুদ্র থেকে আরও বেশি মাছ সংগ্রহে ‘দ্রুত ও কার্যকর’ পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার প্রধানমন্ত্রীর নিজ দফতরে ‘মৎস্য ও চিংড়ি সংক্রান্ত জাতীয় কমিটির’ তৃতীয় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রধানমন্ত্রীর বক্তব্যের উদ্ধৃতি দিতে শামীম চেীধুরী বলেন, “ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির পর বঙ্গোপসাগরের যে বিশাল অঞ্চল বাংলাদেশের দখলে এসেছে, সে অঞ্চলকে মৎস্য আহরণে কাজে লাগাতে হবে। সমুদ্র থেকে মৎস্য আহরণের পর দেশের বাজারে বিক্রি ও বিদেশেও রপ্তানি করতে হবে।”
তিনি আরও বলেন, দেশের মানুষ যাতে চাহিদা অনুযায়ী মাছ খেতে পারে সেজন্য মাছের উৎপাদন বাড়ানোর ওপরও তাগিদ দেন প্রধানমন্ত্রী।
বিডি-প্রতিদিন/০১ এপ্রিল, ২০১৫/মাহবুব