আওয়ামী লীগের সংসদীয় দলের এক জরুরি সভা আহ্বান করা হয়েছে। সংসদ অধিবেশন শেষে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের নবম তলায় অবস্থিত সরকারি দলের সভা কক্ষে সভাটি অনুষ্ঠিত হবে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানান সংসদের গণসংযোগ শাখার পরিচালক এস এম মঞ্জুর। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, আওয়ামী লীগের দলীয় সকল সংসদ-সদস্যকে ওই সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/০১ এপ্রিল, ২০১৫/মাহবুব