বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্দেশিত ‘ভুল’ পথে বিএনপি ‘নিশ্চিহ্ন’ হওয়ার পথে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
বুধবার সংসদ অধিবেশনে এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, “তিনি (খালেদা জিয়া) ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ না করে যেমন ভুল করেছেন, তেমনি এখন যে দেশের মানুষ তার সাথে নেই, তা বুঝেও না বোঝার ভান করছেন।”
শেখ হাসিনা বলেন, “তার (খালেদা জিয়া) এই কর্মসূচি বিএনপিকে নিশ্চিহ্ন করে দেবে, আর এটাই হবে তার কথিত আন্দোলনের পরিণতি।”
তিনি জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ মহবিল থেকে এ পর্যন্ত নাশকতায় ক্ষতিগ্রস্ত ১২৭ জনকে মোট ১১ কোটি ৭০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। আরও ৩০ জনের পরিবারকে ১ কোটি ১৭ লাখ টাকা অনুদান দেওয়ার বিষয়টি চূড়ান্ত পর্যায় রয়েছে। অন্যদিকে, যে সব যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যে ৪২৬টির মালিককে মোট ৫ কোটি ৭৭ লাখ ৭৩ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। আরও ৩৯৫টি ক্ষতিগ্রস্ত যানবাহন মালিকদের ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া চলছে।
প্রধানমন্ত্রী বলেন, “এতগুলো মানুষ মারা গেল, অথচ তিনি তার বক্তব্যে তাদের প্রতি সমবেদনাটুকুও জানাননি। আসলে এই নিরীহ মানুষগুলোকে তিনি হত্যা করেছেন। তাই সমবেদনা জানানোর মানসিক শক্তিটুকু তার ছিল না।”
বিডি-প্রতিদিন/০১ এপ্রিল, ২০১৫/মাহবুব