রাজধানীর মতিঝিলের ফুটপাতে টানা ৬৪ দিন অবস্থানের পর সারাদেশে ‘শান্তির বার্তা’ ছড়িয়ে দেওয়ার ঘোষণা দিলেন বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম।
বুধবার বিকেলে মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের অফিসের সামনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে কাদের সিদ্দিকী এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রীকে সংলাপের উদ্যোগ গ্রহণ এবং বিএনপির নেত্রীকে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়ে কাদের সিদ্দিকী ২৮ জানুয়ারি থেকে ফুটপাতে অবস্থান করেন।
কাদের সিদ্দিকী বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেখ হাসিনাকে এপ্রিল ফুল দিয়েছেন। সরকারের অনেকে বলেছিল, স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসবেন, কিন্তু আসেননি। বাংলাদেশের জনগণের হৃদয় চিরে ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরও ৩০০ মানুষ হত্যা করার সমর্থন করতে বাংলাদেশে আসতে পারেন না।’
তিনি বলেন, ‘মানুষের মনে কালিমা লাগিয়ে বন্ধুত্ব হয় না। ভারতকে এটা বুঝতে হবে। তারা কি বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব করবে না কি ব্যর্থ শেখ হাসিনার সঙ্গে বন্ধুত্ব করবে। মানুষের ভোট হরণ করে কেউ ক্ষমতায় থাকতে পারে না।’
কাদের সিদ্দিকী বলেন, ‘বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে টাঙ্গাইলে যাব। সেখানে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করব। এরপর সারাদেশে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য সফর কর্মসূচি চালিয়ে যাব।’
তিনি আরও বলেন, ‘আমরা ঢাকা থেকে চলে যাচ্ছি, এর মানে আমাদের অবস্থান কর্মসূচি স্থগিত করা হচ্ছে না। আমরা আমাদের শান্তির বার্তা বাংলার ঘরে ঘরে ছড়িয়ে দেব।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক, যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকী, ছেলে দ্বীপ সিদ্দিকী প্রমুখ।
বিডি-প্রতিদিন/০১ এপ্রিল, ২০১৫/মাহবুব