বাল্যবিয়ে রোধে একটি নতুন আইন প্রণয়নের জন্য সরকার উদ্যোগ নিয়েছে বলে সংসদকে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফের এক লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘প্রস্তাবিত আইনে কোনো বিবাহ রেজিস্ট্রার স্বেচ্ছায় বাল্যবিবাহ অনুষ্ঠানে বা আয়োজনে সহায়তা করলে তার নিবন্ধন বাতিল এবং দুই বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা ৫০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখার প্রস্তাব করা হয়েছে। আইন প্রণয়নের পর তা যথাযথ বাস্তবায়নের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে।’
দিদারুল আলমের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, দলিল নিবন্ধনের শত বছরের পুরোনো পদ্ধতির অবসান ঘটিয়ে আধুনিকায়নের কার্যক্রম নেওয়া হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রথম পর্যায়ে ঢাকার ৩টি, কুমিল্লা ও যশোরে ১টি করে মোট ৫টি সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ডরুমে ডিজিটালাইজেশন পদ্ধতি চালুর কার্যক্রম প্রক্রিয়াধীন। এ জন্য সফটওয়্যার প্রস্তুতির কার্যক্রমগ্রহণ করা হয়েছে। দলিল রেজিস্ট্রির কাজ আধুনিকায়নসহ কম্পিউটারাইজড করার কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা হবে।
বিডি-প্রতিদিন/০১ এপ্রিল, ২০১৫/মাহবুব