কক্সবাজারের রামুতে বন্যহাতির আক্রমণে হাবিবুর রহমান (৪৩) নামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য নিহত হয়েছেন।
বুধবার দিবাগত রাত একটার দিকে উপজেলার হিমছড়ি সাম্পান পাহাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান ঝালকাঠির চরভাটারা কান্দা ইউনিয়নের দক্ষিণ কিস্তাকাঠি এলাকার আবদুর রশিদ গাজীর ছেলে।
কক্সবাজার বিজিবি ১৭ ব্যাটালিয়ন অধিনায়ক খন্দকার সাইফুল আলম জানান, বুধবার রাত একটার দিকে অবৈধ পথে বেশ কয়েকজনকে মালয়েশিয়ায় পাচারের জন্য একটি দালালচক্র হিমছড়ির সাম্পান পাহাড় এলাকায় জমায়েত করে। বিজিবি গোপনে সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান চালায়।
এ সময় পাহাড়ের পাদদেশে থাকা বিজিবি সদস্যদের ওপর হঠাৎ করে বন্য হাতির একটি দল আক্রমণ চালায়। তিনটি হাতি বিজিবি সদস্য হাবিবুর রহমানকে আক্রমণ করে। একপর্যায়ে বিজিবির অপর সদস্যরা তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে হাতির দল পালিয়ে যায়। পরে আহত অবস্থায় হাবিবুর রহমানকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। রাত ২টার দিকে তিনি মারা যান।
বিডি-প্রতিদিন/০২ এপ্রিল, ২০১৫/মাহবুব