নোয়াখালীর চাটখিলের শীর্ষ সন্ত্রাসী কবির বাহিনীর প্রধান কবির হোসেনে গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের আবু ছায়েদ মার্কেটের পিছনের বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত কবির হোসেন চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের সোবহানপুর ইউনিয়নের সামছুল হকের ছেলে।
জানা গেছে, শুক্রবার সকাল ৮টায় স্থানীয় লোকজন উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের আবু ছায়েদ মার্কেটের পিছনের বাগানে কবিরের মরদেহ পড়ে থাকতে দেখে রামনারায়নপুর ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী ভুট্টুকে জানায়। এ খবর তিনি থানায় জানালে পুলিশ এসে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম উদ্দিন জানান, নিহত কবির হোসেন বিরুদ্ধে একধিক মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/০৩ এপ্রিল, ২০১৫/মাহবুব