পঁয়ত্রিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার উত্তীর্ণ হয়েছেন ২০ হাজার ৩৯১ জন। আজ বিকালে এই ফল প্রকাশ করা হয়। গত ৬ মার্চ ৩৫তম বিসিএসের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এ বা টেলিটক মোবাইল থেকে এসএমএসের মাধ্যমেও ফল পাওয়া যাবে। ফল পেতে PSC লিখে স্পেস দিয়ে ৩৫ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।
৩৫তম বিসিএসের প্রিলিমিনারিতে ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী অংশ নেন। বিসিএসের ইতিহাসে এটা সর্বোচ্চ সংখ্যা।
উল্লেখ্য, ১ হাজার ৮০৩টি পদে নিয়োগ দিতে গত ২৩ সেপ্টেম্বর ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি।
বিডি-প্রতিদিন/ ৮ এপ্রিল ২০১৫/শরীফ