মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের রিভিউ রায়ের কপি পড়ে শোনানো হয়েছে। সিনিয়র জেল সুপার ফরমান আলী রায় পড়ে শোনান।
এর আগে, বুধবার বিকেল পৌনে ৫টার দিকে ওই রায়ের কপি কারাগারে পৌছে দেওয়া হয়। তারও আগে, সুপ্রিম কোর্টের সহকারী রেজিস্ট্রার মেহেদী হাসান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ চার বিচারপতি কর্তৃক স্বাক্ষরিত ৩৬ পৃষ্ঠার ওই রায়ের কপি ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবতাবুজ্জামানের কাছে হস্তান্তর করেন।
নিয়মানুয়ায়ী এরপর তিনি প্রাণভিক্ষার আবেদন করতে চান কি-না তা জানতে চাইবেন। কামারুজ্জামান প্রাণভিক্ষা না চাইলে এর পর যে কোনো সময় দণ্ড কার্যকর করা যাবে।
উল্লেখ্য, গত সোমবার রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে কামারুজ্জামানের করা আবেদন খারিজ করে ফাঁসির রায় বহাল রাখেন আপিল বিভাগ।
বিডি-প্রতিদিন/০৮ মার্চ, ২০১৫/মাহবুব