রাষ্ট্রপতি আবদুল হামিদ তিনদিনের সফরে বৃহস্পতিবার কিশোরগঞ্জ যাচ্ছেন। তিনি বিকালে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় যাবেন। বিকালে তিনি ইটনায় যোগাযোগ ব্যবস্থা পরিদর্শন করবেন। পরে তিনি তার নিজ বাড়ি মিঠামইনে যাবেন এবং মিঠামইনের কামালপুর গ্রামের নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন। শুক্রবার পর্যন্ত তিনি নিজ বাড়িতেই থাকবেন।
পরদিন শনিবার বিকালে মিঠামইন থেকে কিশোরগঞ্জ যাবেন। কিশোরগঞ্জ সার্কিট হাউসে তিনি পর্যায়ক্রমে সাংবাদিক, আইনজীবী, মুক্তিযোদ্ধা, সরকারি গুরুদয়াল কলেজের শিক্ষক, পূজা উদযাপন পরিষদ ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মত বিনিময় করবেন। শনিবার বিকালে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। তার সফর উপলক্ষ্যে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে জেলা প্রশাসক এস.এম. আলম জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/ ৮ এপ্রিল ২০১৫/শরীফ